ওয়াক্ফ
ওয়াকফ অর্থ বিলম্ব বা বিরতি করা। তাজবীদের পরিভাষায়- কুরআনুল কারীমে কোন আয়াত সমাপ্ত করার উদ্দেশ্যে নিঃশ্বাস ছেড়ে দিয়ে পুনরায় নিঃশ্বাস নেওয়ার জন্য সামান্য সময় বিলম্ব করাকে ওয়াকফ বলে। থামার সময় বিভিন্ন ধরনের চিহ্ন ( বিরাম চিহ্ন ) ব্যবহার করা হয় এই চিহ্ন গুলোকেই ওয়াকফের চিহ্ন বলা হয়। এগুলো ব্যবহারের উদ্দেশ্য হলো, একজন ব্যক্তি, যে আরবী জানেন না, সেও যেন সঠিক স্থানে থামতে পারেন। এমন কোথাও যেন না থামেন, যেখানে থামার কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। নিম্নে ওয়াকফের চিহ্ন গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলঃ
বিঃদ্রঃ ওয়াক্ফের চিহ্ন গুলোর মধ্যে লাল রঙ দ্বারা মার্ক করা গুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে।
ক্রমিক নং | ওয়াক্ফের চিহ্ন সমূহ | ওয়াক্ফের চিহ্ন ( বিরাম চিহ্ন ) সমূহের বর্ণনা |
১. | Ο | এই চিহ্ন কে ‘ওয়াক্ফে তাম’ বলে। এই গোলাকার চিহ্ন দ্বারা একটি আয়াতের শেষ বুঝায়। কিন্তু এর উপরে অন্য কোনো চিহ্ন থাকিলে তা অনু্যায়ী আমল করতে হবে |
২. | এই চিহ্নকে ওয়াক্ফে লাযিম বলে। এইরুপ চিহ্নত স্থানে ওয়াক্ফ করা আবশ্যক। না করিলে অর্থের পরিবর্তন হতে পারে। |
|
৩. | ط | এই চিহ্নকে ওয়াক্ফে মুতলাক বলে। এইরুপ চিহ্নত স্থানে ওয়াক্ফ করা ভাল। |
৪. | ج | এই চিহ্নকে ওয়াক্ফে জাইয বলে। এইরুপ চিহ্নত স্থানে ওয়াক্ফ করা না করা উভয়টাই জায়িয।তবে ওয়াক্ফ করা ভাল। |
৫. | ز | এই চিহ্নকে ওয়াক্ফে মাজাওঅয়াজ বলে। এখানে না থামাই ভাল। |
৬. | ص | এই চিহ্নকে ওয়াক্ফে মুরাখ্খাস বলে। এইরুপ চিহ্নত স্থানে না থেমে মিলিয়ে পড়া ভাল। |
৭. | ق | এই চিহ্নকে ওয়াক্ফে কিলা আলাইহি ওয়াক্ফ বলে। এইরুপ চিহ্নত স্থানে ওয়াক্ফ করলেও চলে না করলেও চলে। |
৮. | قف | এই চিহ্নকে ওয়াক্ফে আমর বলে। এই চিহ্ন দ্বারা ওয়াক্ফের নির্দেশ করে এইরুপ চিহ্নত স্থানে ওয়াক্ফ করা উচিত। |
৯. | لا | এই চিহ্নকে লা ওয়াক্ফে আলাইহি বলে। এইরুপ চিহ্নত স্থানে মোটেই থামা যাবে না। আর এই চিহ্নটি لا যদি আয়াতের শেষে গোল চিহ্নটির উপর আসে তাহলে থামা যাবে। |
১০. | صل | এই চিহ্নকে কাদ ইউসালু বলে। এইরুপ চিহ্নত স্থানে ওয়াক্ফ করলেও চলে না করলেও চলে, তবে থামা ভাল। |
১১ |
ইহা ‘ আল- ওয়াস্লু আওলা ‘ বলে। এইরুপ চিহ্নত স্থানে ওয়াক্ফ না করে মিলিয়ে পড়া ভাল। | |
১২ |
س ياسكته | এইরুপ চিহ্নত স্থানে ওয়াক্ফ করলেও চলে না করলেও চলে, তবে থামা ভাল। |
১৩ |
وقف | এই চিহ্নকে কাদ ইউসালু বলে। এইরুপ চিহ্নত স্থানে ওয়াক্ফ করলেও চলে না করলেও চলে, তবে থামা ভাল। |
১৪ |
ك | কূফী আয়াতে চিহ্ন, এই চিহ্ন নিয়ে মতভেদ রয়েছে করলেও চলে না করলেও চলে। |
১৫ |
وقف النبى | এইরুপ চিহ্নত স্থানে ওয়াক্ফ করলেও চলে না করলেও চলে, তবে থামা ভাল। |