শনিবার,২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ


২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শিক্ষক ছাড়া নিজে নিজেই সহি শুদ্ধভাবে কুরআন শিখুন দাওয়া গাইড মোবাইল অ্যাপ্স্ এর মাধ্যমে। এ ছাড়া এপ্লিকেশনটিতে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য সকল দোয়া গুলো দেয়া আছে। এপ্লিকেশনটি ডাউনলোড করতে আপনার মোবাইল এর প্লে ষ্টোর অপশন থেকে dawaguide লিখে সার্চ করুণ এবং ইন্সটল করুণ।

আসমাউল হুসনা

আল্লাহর গূনবাচক নাম সমূহ


সম্মানিত ভিজিটরস আপনারা যদি আমাদের ওয়েবসাইট এ ইসলামিক কোন বিষয়ে লিখতে চান তাহলে লিখতে পারবেন। এ জন্যে আপনাদেরকে রেজিস্টার ইউজার হতে হবে। বিঃ দ্রঃ আপনাদের আর্টিকেল গুলো অবশ্যই কুরআন ও সহীহ হাদিস ভিত্তিক হতে হবে।

হাদীসে কুদসী

রাসূলুল্লাহ (সা:) বলেন আল্লাহ তা’আলা বলেছেন হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি কর ও ইবাদতে মন দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র ঘুুচিয়ে দিব। আর যদি তা না করো, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দিবো এবং তোমার অভাব কখনোই দূর করব না [ তিরমিজি,ইবনে মাজা]

দোআ' ও জিকির

গুরুত্বপূর্ণ দোয়া

করোনাভাইরাস থেকে নিরাপদ থাকার দোয়া

‏ اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَ الْجُنُوْنِ وَ الْجُذَامِ وَمِنْ سَىِّءِ الْاَسْقَامِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাছি ওয়াল জুনূনি ওয়াল জুঝামি ওয়া মিং সায়্যিয়িল আসক্ব-ম।
(আবু দাউদ,তিরমিজি)

অর্থ : ‘হে আল্লাহ! আপনার কাছে আমি শ্বেত রোগ,মাতাল হয়ে যাওয়া,কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়া থেকে এবং আর দুরারোগ্য ব্যাধি ( যেগুলোর নাম জানিনা ) থেকে আপনার আশ্রয় চাই।

ক্ষতিকর পোকা-মাকড় ( এডিস মশা) থেকে নিরাপদ থাকার দোয়া

ক্ষতিকর পোকা-মাকড় ( এডিস মশা) ,প্রাণী,যাদু ও অন্যান্য ক্ষতি থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় নিম্নোক্তো দোয়াটি তিন বার পাঠ করুন-

‏ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ  ‏

উচ্চারণঃ ” আঊযু বিকালিমা-তিল্লা-হিত্তা-ম্মা-তি মিং শার্রি মা খলাক্ব। “

অর্থঃ ” আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর অসীলায় তিনি যা সৃষ্টি করেছেন,তার মন্দ হতে আশ্রয় প্রার্থনা করছি। “

তাহলে তা তোমার ক্ষতি করতে পারত না।(সহিহ মুসলিম)

বিপদগ্রস্ত লোক দেখলে পড়ার দোয়া

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ عَافَانِيْ مِمَّا ابْتَلاَكَ بِهِ، وَفَضَّلَنِيْ عَلَى كَثِيْرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيْلاً

উচ্চারনঃ আলহামদু লিল্লা-হিল্লাযী ‘আ-ফানী মিম্মাবতালা-কা বিহী, ওয়া ফাদ্দালানী ‘আলা কাসীরিম মিম্মান খালাক্বা তাফদীলান।

অর্থঃ সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আপনাকে যে পরীক্ষায় ফেলেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার সৃষ্টির অনেকের উপরে আমাকে অধিক সম্মানিত করেছেন। [ তিরমিযী ]

সকল প্রকার ক্ষতি থেকে মুক্তি পাওয়ার দোয়া

যে ব্যক্তি সকালে তিনবার ( ফজর এর ছলাতের পর ) এবং বিকালে ( আসরের ছলাতের ) পর নিমক্ত দোয়াটি তিনবার বলবে, তাহলে আকাশ এবং জমিনের মাঝে কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না।

بِسْمِ اللّٰهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلاَ فِي السّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ : ( বিস্‌মিল্লা-হিল্লাযী লা ইয়াদ্বুররু মা‘আ ইস্‌মিহী শাইউন ফিল্ আরদ্বি ওয়ালা ফিস্ সামা-ই, ওয়াহুয়াস্ সামী‘উল ‘আলীম )।

অর্থঃ “আল্লাহ্‌র নামে; যাঁর নামের সাথে আসমান ও যমীনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।” [আবূ দাউদ,তিরমিযী, ইবন মাজাহ]

সায়্যিদুল ইসতিগফার

اَللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ- أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ

অর্থঃ হে আল্লাহ্‌! আপনি আমার রব্ব, আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আর আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি স্বীকার করছি আমার অপরাধ। অতএব আপনি আমাকে মাফ করুন। নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করে না। যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা এটি (‘সায়্যিদুল ইসতিগফার’) অর্থ বুঝে দৃঢ় বিশ্বাসসহকারে পড়বে, সে ঐ দিন রাতে বা দিনে মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে।  [ বুখারী ]

Hadith

নতুন সংযোজন

শিক্ষক ছাড়া নিজে নিজেই সহি শুদ্ধভাবে কুরআন শিখুন দাওয়া গাইড মোবাইল অ্যাপ্‌স্‌‌ এর মাধ্যমে। অ্যাপ্‌স্‌‌টি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে নিচের QR কোডটি স্ক্যান করুণ অথবা ক্লিক করুণ

পবিত্র কুরানুল কারীম এ সর্বোমোট ৭৮,০০০  শব্দ রয়েছে তম্মধ্যে ১২৫ টি শব্দ যা পবিত্র কুরানুল কারীম এ ৪০,০০০ বার ব্যবহৃত হয়েছে। যা সম্পূর্ণ কুরআনে ব্যবহৃত মোট শব্দের ৫১% ।

জুমআ'র খুৎবা

আরবী মাসের নাম

ক্রমিক নং মাসের নাম (আরবী)
মাসের নাম (বাংলা)
مُحَرَّمْ মুহার্‌রম
صَفَرْ ছফর
رَبِيْعُ الْاَوَّالْ রবিউল আওওয়াল
رَبِيْعُ الثّا نِيْ রবিউস সানী
جَمَادِيُ الْاٌوْلَى জমাদিউল উলা
جَمَادِيُ الثَّانِيْ জমাদিউস সানী
رَجَبْ রজব
شَعْبَانْ শা’বান
رَمَضَانْ রমাদ-ন
১০ شَوَّالْ শাও ওয়াল
১১ ذُوْالْقَعْدَةْ জুল ক’দাহ্‌
১২ ذُْالْحَجِّ জুল হাজ্জ

কুরআন এর নির্দেশনা

০১. কথাবার্তায় কর্কশ হবেন না। (০৩ : ১৫৯)

০২. রাগকে নিয়ন্ত্রণ করুন। (০৩ : ১৩৪)

০৩. অন্যের সাথে ভাল ব্যবহার করুন। (০৪ : ৩৬)

০৪. অহংকার করবেন না। (০৭ : ১৩)

০৫. অন্যকে তাদের ভুলের জন্য ক্ষমা করুন। (০৭ :১৯৯)

০৬. লোকেদের সাথে ধীরস্থির হয়ে শান্তভাবে কথা বলুন।  (২০ : ৪৪)

০৭. উচ্চস্বরে কথা বলবেন না। (৩১ : ১৯)

০৮. অন্যকে উপহাস করবেন না । (৪৯ : ১১)

০৯. পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করুন। (১৭ : ২৩)

১০. পিতামাতার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করবেন না। (১৭: ২৩)

ইসলামের স্তম্ভ

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাঁচটি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি স্থাপিত।এ সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রসূল, ছলাত ক্বায়িম করা, যাকাত আদায় করা, হাজ্জ পালন করা এবং রমাযান মাসের সিয়াম পালন করা। (বুখারী,মুসলিম)
শাহাদাহ্‌
ছলাত
ছওম
যাকাত
হাজ্জ

সাম্প্রতিক লেকচার

ইসলামের বিভিন্ন বিষয়ের উপর গবেষকদের ভিডিও

এই ওয়েবসাইট এ যে সমস্ত সংগৃহীত ভিডিও রয়েছে সে সমস্ত ভিডিও গূলোর তথ্য,কথা,লোগো,মতামত ইত্যদির দায়-দায়িত্ব স্ব স্ব প্রতিষ্ঠানের।ভিডিও গুলোতে যদি কোনো ধরনে তথ্য অসূম্পূর্ণ বা অসত্য থেকে থাকে তাহলে এর দায় dawaguide.info এর নয়।

Quote From

Prophet

The Prophet Muhammad (s) Said: "It is better for any of you to carry a load of firewood on his own back than to beg from someone else"

Riyadh-Us-Saleheen,, Chapter 59, Hadith 540