ঘুম থেকে উঠার পর দোয়া

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ- لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ- سُبْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ- وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ الْعَلِيِّ الْعَظِيْمِ- رَبِّ اغْفِرْ لِيْ

উচ্চারণঃ লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা- শারীকালাহূ, লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া ‘আলা কুল্লি শায়ইন ক্বাদীর। সুবহা-নাল্লাহি, ওয়ালহামদু লিল্লাহি, ওয়া লা ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু আকবার, ওয়া লা- হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লা-হিল ‘আলিয়্যিল ‘আযীম, রাব্বিগফির লী

অর্থঃ একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই; আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। সুউচ্চ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। হে রব্ব ! আমাকে ক্ষমা করুন

রেফারেন্সঃ [ বুখারী,সহীহ ইবন মাজাহ্ ]

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ

উচ্চারণঃ উচ্চারণঃ আলহামদু লিল্লা-হিল্লাজি আহ্‌ ইয়ানা বা’দা মা আমাতানা ও ইলাইহিন নুশূর’।

অর্থঃ অর্থঃ হামদ-প্রশংসা আল্লাহ্র জন্য,যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তাঁরই নিকট সকলের পুনরুত্থান।

রেফারেন্সঃ [ বুখারী,মুসলিম ]

টয়লেটে প্রবেশের দো‘আ

اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ

উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল খুব্সি ওয়াল খাবা-ইসি।

অর্থঃ হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র নর জিন্ ও নারী জিন্ থেকে আশ্রয় চাই।

রেফারেন্সঃ [বুখারী,মুসলিম]

টয়লেট থেকে বের হওয়ার দোয়া

غُفْرَانَكَ

উচ্চারণঃ গুফরা-নাকা।

অর্থঃ আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী।

রেফারেন্সঃ [তিরমিযী,ইবন মাজাহ্ ]

বাড়ি থেকে বের হওয়ার সময়ের দোয়া

بِسْمِ اللّٰهِ تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ

উচ্চারণঃ বিসমিল্লাহি,তাওয়াককালতু ‘আলাল্লা-হি,ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থঃ আল্লাহর নামে (বের হচ্ছি)। আল্লাহর উপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।

রেফারেন্সঃ [ আবূ দাউদ ,তিরমিযী ]

বাড়িতে প্রবেশের সময় দোয়া

بِسْمِ اللّٰهِ وَلَجْنَا وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا وَعَلَى اللّٰهِ رَبِّنَا تَوَكَّلْنَا

উচ্চারণঃ বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়াবিস্মিল্লাহি খারাজনা, ওয়া ‘আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।

অর্থঃ আল্লাহর নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহ্র নামেই আমরা বের হলাম এবং আমাদের রব আল্লাহ্র উপরই আমরা ভরসা করলাম।

রেফারেন্সঃ [ আবূ দাউদ ]

খাবারের শুরুতে দোয়া

হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ আহার করে সে যেন বলে

بِسْمِ الله

উচ্চারণঃ বিসমিল্লাহ।

অর্থঃ আমি আল্লাহর নামে খাওয়া শুরু করলাম।

রেফারেন্সঃ অতপর ডান হাত দিয়ে খাবার শুরু করতে হবে। (বুখারি ও মুসলিম)

اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَ اَطْعِمْنَا خَيْرًا مِّنْهُ

উচ্চারণঃ আল্লাহুম্মা বা-রিক্ লানা- ফী-হি ওয়া আত্বইমনা খাইরাম্ মিনহু।

অর্থঃ ‘হে আল্লাহ! আমাদেরকে এতে বরকত দিন,ভবিষ্যতে আরো উত্তম খাদ্য।

রেফারেন্সঃ [ তিরমিজি, আবু দাউদ, মিশকাত ]

যদি কেউ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তবে সে যেন বলে

بِسْمِ اللّٰهِ أَوَّلِهِ وَ أَخِرِهِ

উচ্চারণঃ বিসমিল্লাহি আওয়ালিহি ওয়া আখিরিহি।

অর্থঃ খাওয়ার শুরু ও শেষ আল্লাহর নামে।

রেফারেন্সঃ [তিরমিজি]

খাওয়ার শেষে দোয়া

মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আহার শেষে এই দোআ পড়বেঃ-

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أطْعَمَنِيْ هَذَا وَرَزَقنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّي وَلَا قُوَّةٍ

উচ্চারণঃ আলহামদু লিল্লা-হিল্লাযী আত্ব্আমানী হা-যা অরাযাক্বানীহি মিন গাইরি হাওলিম মিন্নী অলা ক্বুউওয়াহ।

অর্থঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে ইহা (খাদ্য) খাওয়ালেন এবং রিযিক দান করলেন,আমার কোন চেষ্টা ও সামর্থ্য ছাড়াই। সে ব্যক্তির পূর্বের সমস্ত (ছোট) পাপ মোচন করে দেওয়া হবে।

রেফারেন্সঃ [আবু দাউদ, দারেমি ]

ঘুমানোর সময় দোয়া ও যিকির

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী (রা:) এবং ফাতেমাকে (রা:) বলেন:“আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দিবো না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষাও উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে, তখন তোমরা দু’জনে

سُبْحَانَ اللّٰهِ

উচ্চারণঃ সুবহানাল্লাহ (৩৩ বার)।

অর্থঃ আমি আল্লাহর জন্য যাবতীয় দোষ হতে পবিত্রতা ঘোষণা করছি।

রেফারেন্সঃ

اَلْحَمْدُ لِلّٰهِ

উচ্চারণঃ উচ্চারণঃ আহামদু লিল্লাহ’। (৩৩ বার)।

অর্থঃ সকল প্রশংসা আল্লাহর জন্য।

রেফারেন্সঃ

اَللهُ أَكْبَرُ

উচ্চারণঃ আল্লাহু আকবার’’ (৩৪ বার)।

অর্থঃ আল্লাহ সর্ব শ্রেষ্ঠ।

রেফারেন্সঃ [ বুখারী,মুসলিম ]

ঈমানী মৃত্যু নসীব হওয়ার দোআ'

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তুমি বিছানা গ্রহণ করবে, তখন ছলাতের মত ওযু করবে, তারপর তোমার ডান পার্শ্বদেশে শুয়ে পড়বে। তারপর বল,

اَللّٰهُمَّ أَسْلَمْتُ نَفْسِيْ إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِيْ إِلَيْكَ- وَوَجَّهْتُ وَجْهِيْ إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِيْ إِلَيْكَ- رَغْبَةً وَّرَهْبَةً إِلَيْكَ- لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ- آمَنْتُ بِكِتَابِكَ الَّذِيْ أَنْزَلْتَ- وَبِنَبِيِّكَ الَّذِيْ أَرْسَلْتَ

উচ্চারণঃ আল্লা-হুম্মা আস্লামতু নাফ্সী ইলাইকা, ওয়া ফাউওয়াদ্বতু আমরী ইলাইকা, ওয়া ওয়াজ্জাহ্তু ওয়াজহিয়া ইলাইকা, ওয়াআলজা’তু যাহ্রী ইলাইকা, রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা। লা মালজা’আ ওয়ালা মান্জা মিনকা ইল্লা ইলাইকা। আ-মানতু বিকিতা-বিকাল্লাযী আনযালতা ওয়াবিনাবিয়্যিকাল্লাযী আরসালতা।

অর্থঃ হে আল্লাহ! আমি নিজেকে আপনার কাছে সঁপে দিলাম। আমার যাবতীয় বিষয় আপনার কাছেই সোপর্দ করলাম, আমার চেহারা আপনার দিকেই ফিরালাম, আর আমার পৃষ্ঠদেশকে আপনার দিকেই ন্যস্ত করলাম; আপনার প্রতি অনুরাগী হয়ে এবং আপনার ভয়ে ভীত হয়ে। একমাত্র আপনার নিকট ছাড়া আপনার (পাকড়াও) থেকে বাঁচার কোনো আশ্রয়স্থল নেই এবং কোনো মুক্তির উপায় নেই। আমি ঈমান এনেছি আপনার নাযিলকৃত কিতাবের উপর এবং আপনার প্রেরিত নবীর উপর।”

রেফারেন্সঃ [বুখারী,মুসলিম]