ইকামাত

এক্বামত

‘ইক্বামত’ (الإقامة) অর্থ দাঁড় করানো। উপস্থিত মুছল্লীদেরকে ছালাতে দাঁড়িয়ে যাওয়ার জন্য ‘এক্বামত’ দিতে হয়। জামা‘আত হউক বা একাকী হউক সকল অবস্থায় ফরয ছালাতে আযান ও এক্বামত দেওয়া সুন্নাত।

বিলাল (রাঃ) কে আযান ডবল ডবল শব্দে এবং ইকামত ‘ক্বাদ ক্বা-মাতিস সলা-হ্‌’ ছাড়া (অন্যান্য) বাক্যাবলীকে একক একক শব্দে বলতে আদেশ করা হয়েছিল। (বুখারী, মুসলিম, সহীহ প্রমুখ, মিশকাত ৬৪১ নং)

সুতরাং বিলালের উক্ত হাদীসের ভিত্তিতে ইকামত হবে ৯টি বাক্যে এটাই অধিকাংশ বিদ্বানের অভিমত। ‘ক্বাদ ক্বামাতিস সালাহ্‌ ২বার এবং বাকী গূলো হবে ১ বার করে।

হযরত আব্দুল্লাহ বিন ওমর (রাঃ) বলেন,

كَانَ الْأَذَانُ عَلَى عَهْدِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ وَالْإِقَامَةُ مَرَّةً غَيْرَ أَنَّهُ كَانَ يَقُوْلُ قَدْ قَامَتِ الصَّلاَةُ قَدْ قَامَتِ الصَّلاَةُ، رواه أبو داؤد والنسائى-

‘রাসূলুল্লাহ (ছাঃ)-এর যামানায় আযান দু’বার ও এক্বামত একবার করে দেওয়ার রেওয়াজ ছিল, ‘ক্বাদ ক্বা-মাতিছ ছালা-হ’ দু’বার ব্যতীত। [আবুদাঊদ, নাসাঈ, দারেমী, মিশকাত হা/৬৪৩]

আর আমাদের দেশে যে ইক্বামত দেয়া হয় তা আবুমাহযুরা (রা:) এর হাদীসঅনুযায়ী এ পদ্ধতি অনুযায়ী ইক্বামত হচ্ছে আযানের বাক্যগুলোর সাথে ‘ক্বাদ ক্বা-মাতিছ ছালা-হ’ ২ বার অতিরিক্ত বলতে হবে।

নিম্নে ইক্বামত এর বাক্য গূলো ছক আকারে দেয়া হল।

ইকামাত এর বাক্য সমূহ ও জবাব

এক্বামত এর  বাক্য (আরবী) এক্বামত এর  বাক্য (বাংলা) এক্বামত এর  বাক্য (বাংলা) (অডিও)
اللهُ أَكْبَرُ – اللهُ أَكْبَرُ   আল্লা-হু আকবার -আল্লা-হু আকবার   আল্লাহ সর্বশ্রেষ্ঠ – আল্লাহ সর্বশ্রেষ্ঠ
Play
أَشْهَدُ أَن لاَّ إلَهَ إِلاَّ اللهُ   আশহাদু আল লা-ইলা-হা ইল্লাল্লা-হ  আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই Play
أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللهِ   আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লা-হ  আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাঃ) আল্লাহর রসূল Play
حَيَّ عَلَى الصَّلاَةِ   হাইয়া ‘আলাছ ছলা-হ’   ছলাত জন্য আস Play
حَيَّ عَلَى الْفَلاَحِ   হাইয়া ‘আলাল ফালা-হ   কল্যাণের জন্য আস Play
قَدْ قَامَتِ الصَّلاَةُ   ক্বদ ক্বামাতিছ্‌ ছলাহ
  ছলাত আরম্ভ হলো Play
قَدْ قَامَتِ الصَّلاَةُ   ক্বদ ক্বামাতিছ্‌ ছলাহ
  ছলাত আরম্ভ হলো Play
اللهُ أَكْبَرُ – اللهُ أَكْبَرُ   আল্লা-হু আকবার – আল্লা-হু আকবার   আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ
Play
لآ إلَهَ إِلاَّ اللهُ   লা ইলা-হা ইল্লাল্লা-হ  আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। Play

ইক্বামত এর জবাবঃ

ইক্বামত এর জবাব আযানের মতই অর্থাৎ মুয়াজ্জিন যা বলবে তাই ইকামতের জবাব হবে।আর ক্বদ ক্বামাতিছ্‌ ছলাহ এর জবাব ক্বদ ক্বামাতিছ্‌ ছলাহ ই হবে।