পিতা মাতার জন্য দোআ'
رَبَّنَا اغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ الۡحِسَابُ
উচ্চারণঃ রব্বানাগ ফিরলী অলিওয়া লিদাইয়্যা অ- লিল্ মু’মিনীনা ইয়াওমা ইয়াক্বুমুল্ হিসা-ব্।
অর্থঃ হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে, সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিয়েন।’
রেফারেন্সঃ [সুরা ইবরাহিম : আয়াত ৪১]
رَبِّ اغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيۡتِيَ مُؤۡمِنٗا وَّلِلۡمُؤۡمِنِيْنَ وَالۡمُؤۡمِنَٰتِۖ وَلَا تَزِدِ الظَّٰلِمِينَ إِلَّا تَبَارَۢا
উচ্চারণঃ রব্বিগফিরলী অলি ওয়ালিদাইয়া অ লিমান দাখালা বাইতিয়া ম’মিনাও অলিলমু’মিনিনা অলমু’মিনা-ত। অলা- তাজিদিজ্জ-লিমীনা ইল্লা তাবার-।
অর্থঃ হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দিয়েন না।’
রেফারেন্সঃ [সুরা নুহ : আয়াত ২৮]
পরিবার ও সন্তান সন্ততিদের জন্য দোআ'
رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعۡيُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণঃ রব্বানা-হাবলানা-মিন্ আয্ওয়া-জ্বিনা-অ জুররিয়্যা-তিনা-কুররাতা আ’ইয়ুনিঁও অজ্ব আল্না-লিলমুত্তাকীনা ইমা-মা-।
অর্থঃ হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন।
রেফারেন্সঃ [সুরা আল ফুরকান : আয়াত ৭৪]
رَبِّ اجۡعَلۡنِيْ مُقِيْمَ الصَّلَوٰةِ وَمِنْ ذُرِّيَّتِيۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ
উচ্চারণঃ রব্বিজ্ব্‘আলনি মুক্বীমাছ্ ছলা-তি অমিন্ যুররিয়্যাতী রব্বানা- অ তাক্বাব্বাল্ দু‘আ-।
অর্থঃ হে আমার রব, আমাকে ছলাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও (ছলাত কায়েমকারী বানান), হে আমাদের রব, আর আমার দোয়া কবুল করুন।
রেফারেন্সঃ [ ইবরাহীম ৪০-৪১]
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
উচ্চারণঃ রব্বানা- অজ্ব‘আললানা- মুস্লিমাইনি লাকা অমিন্ জুর্রিয়্যাতিনা- উম্মাতাম্ মুস্লিমাতাল্লাকা অআরিনা-মানা-সিকানা-অতুব্ ‘আলাইনা-ইন্নাকা আন্তাত্ তাওয়্যা-বুর্রাহীম্।
অর্থঃ হে আমাদের রব আমাদের উভয়কে আপনার আজ্ঞাবহ করুণ এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করুণ, আমাদের হজ্বের রীতিনীতি বলে দিন এবং আমাদের ক্ষমা করুণ। নিশ্চয় আপনি তওবা কবুলকারী। দয়ালু।
রেফারেন্সঃ [সূরা আল বাক্বারাহ -১২৮]
সন্তান লাভের জন্য দোআ'
رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء
উচ্চারণঃ রব্বি হাবলি মিল্লাদুন্কা জুর্রিয়্যাতান্ ত্বোয়াইয়িবাতান্, ইন্নাকা সামী ‘উদ্ দু‘আ -।
অর্থঃ হে, আমার রব ! আপনার নিকট থেকে আমাকে পুত-পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী।
রেফারেন্সঃ [সূরা সূরা আল ইমরান- ৩৮]
হেদায়েতের পথে অবিচল থাকার দোআ'
رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
উচ্চারণঃ রব্বানা- লাতুজিগ কূলুবানা- বা’দা ইজ হাদাইতানা ওয়া হাবলানা- মিললাদুনকা রহমাহ ইন্নাকা আন্তাল ওয়াহ হা-ব।
অর্থঃ ‘হে আমাদের রব সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।
রেফারেন্সঃ [সূরা আল ইমরান-৮]
গুনাহ মাফের জন্য দোআ'
رَبَّنَا ظَلَمۡنَآ أَنفُسَنَا وَإِن لَّمۡ تَغۡفِرۡ لَنَا وَتَرۡحَمۡنَا لَنَكُونَنَّ مِنَ الۡخَٰسِرِينَ
উচ্চারণঃ রব্বানা- জোয়ালাম্না- আনফুসানা- অইল্লাম্ তাগফির লানা-অতারহামনা-লানাকূনান্না মিনাল্ খ-সিরীন্।
অর্থঃ হে আমাদের রব, আমরা নিজদের উপর অন্যায় করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে রহম না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।
রেফারেন্সঃ [সুরা আ’রাফ : আয়াত ২৩]
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
উচ্চারণঃ রব্বানা- লা-তুআ- খি জ্না ইন নাছিনা- আও আখত’না রব্বানা- অলা- তাহ্মিল আলাইনা- ইছরং কামা- হামালতাহু আলাল্লাজিনা মিন কবলিনা- রব্বানা- অলা-তুহাম্মিলনা- মালা-ত-কতালানা- বিহি অ’ফুআন্ন অগফিরলানা- অরহাম্না- আন্তা মাওলানা ফান্ছুরনা- আলাল কওমিল কাফিরী-ন।
অর্থঃ হে আমাদের রব , যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করবেন না। হে আমাদের রব! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছিলেন, হে আমাদের রব! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।
রেফারেন্সঃ [সূরা আল বাক্বারাহ : আয়াত ২৮৬]
رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ
উচ্চারণঃ রব্বানা- ফাগফিরলানা- জুনুবানা- ও কাফফিরআন্না ছাইইয়াতিনা- অতা ওয়াফফানা- মায়াল আবর-র।
অর্থঃ হে আমাদের রব অতঃপর আমাদের সকল গোনাহ মাফ করে দিন এবং আমাদের সকল দোষত্রুটি দুর করে দিন, আর আমাদের মৃত্যু দিন নেক লোকদের সাথে।
রেফারেন্সঃ [সূরা আল ইমরান : আয়াত ১৯৩]
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ
উচ্চারণঃ রব্বানা আ-মান্না- ফাগফিরলানা-অরহামনা-অআন্তা খইর্রু র-হিমীন্।
অর্থঃ হে আমাদের রব আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ও আমাদের প্রতি রহম করুন।আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।
রেফারেন্সঃ [সূরা আল মু’মিনূন – ১০৯]
رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
উচ্চারণঃ রব্বি ইন্নী জলামতু নাফছি ফাগফিরলী ফা গফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরর রহীম।
অর্থঃ হে আমার রব, আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি। অতএব, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়ালু।
রেফারেন্সঃ [সূরা আল কাসাস – ১৬]
رَبَّنَا اغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَإِسۡرَافَنَا فِيٓ أَمۡرِنَا وَثَبِّتۡ أَقۡدَامَنَا وَانْصُرۡنَا عَلَى الۡقَوۡمِ الۡكَٰفِرِيْنَ
উচ্চারণঃ রব্বানাগফির লানা জুনূবানা ও ইসর-ফানা ফি আমরিনা- ও ছাব্বিত আকদামানা অনছুর না- আলাল কওমিল কাফিরীন।
অর্থঃ ‘হে আমাদের রব, আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পদসমূহকে, আর কাফির কওমের উপর আমাদেরকে সাহায্য করুন।’
রেফারেন্সঃ [সুরা আলে ইমরান : ১৪৭]
رَبَّنَا أَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
উচ্চারণঃ রব্বানা- আত মিমলানা-নূরনা- অগফিরলানা ইন্নাকা আলা কুল্লি শাঈইন কদী-র।
অর্থঃ হে আমাদের রব, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সবকিছুর উপর সর্ব শক্তিমান।
রেফারেন্সঃ [সূরা আত-তাহরীম – ৮]
রোগ ও বিপদ থেকে মুক্তি লাভের দোআ'
লেখাপড়া ও জ্ঞান লাভের দোআ'
رَبِّ اشْرَحْ لِيْ صَدْرِيْ وَيَسِّرْ لِيْ أَمْرِيْ وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِيْ يَفْقَهُوا قَوْلِيْ
উচ্চারণঃ রব্বিশরহলি সদরী ও ইয়াছছিরলি আমরী অয়াহলুল উকদাতাম মিল লিছানী ইয়াফকহু কওলি-।
অর্থঃ হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দিন।এবং আমার কাজ সহজ করে দিন।এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন।যাতে তারা আমার কথা বুঝতে পারে।
রেফারেন্সঃ [ত্বোয়া-হা – ২৫-২৮]
দুনিয়া ও আখিরাতে কল্যাণ চাওয়ার দোআ'
رَبَّنَآ ءَاتِنَا فِي الدُّنۡيَا حَسَنَةٗ وَّفِي الۡأٓخِرَةِ حَسَنَةٗ وَّقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণঃ রব্বানা আ-তিনা-ফিদ্ দুন্ইয়া-হাসানাতাওঁ অফিল্ আ-খিরাতি হাসানাতাওঁ অক্বিনা-‘আযা-বান্না-র।
অর্থঃ ‘হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।’
রেফারেন্সঃ [সুরা বাকারা : আয়াত ২০১]
رَبِّ إِنِّي أَعُوْذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ وَّإِلَّا تَغْفِرْ لِيْ وَتَرْحَمْنِي أَكُنْ مِّنَ الْخَاسِرِيْنَ
উচ্চারণঃ রব্বি ইন্নি- আয়ূজুবিকা আন আসাআলুকা মা লাইছা লী- বিহি ইলমুওইল্লা তাগফিরলী- ওয়া তারহামনি- আকুম মিনাল খছিরীন।
অর্থঃ হে আমার রব আমার যা জানা নেই এমন কোন দরখাস্ত করা হতে আমি আপনার কাছেই আশ্রয় প্রার্থনা করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব।
রেফারেন্সঃ [সূরা হুদ – ৪৭]
رَبَّنَآ ءَاتِنَا فِيْ الدُّنۡيَا حَسَنَةٗ وَّفِي الۡأٓخِرَةِ حَسَنَةٗ وَّقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণঃ রব্বানা আ-তিনা-ফিদ্ দুন্ইয়া-হাসানাতাওঁ অফিল্ আ-খিরাতি হাসানাতাওঁ অক্বিনা-‘আযা-বান্না-র।
অর্থঃ ‘হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।’
রেফারেন্সঃ [সুরা বাকারা : আয়াত ২০১]
رَبِّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِيْ بِهِ عِلْمٌ وَّإِلَّا تَغْفِرْ لِيْ وَتَرْحَمْنِيْ أَكُنْ مِّنَ الْخَاسِرِيْنَ
উচ্চারণঃ ইন্নি- আয়ূজুবিকা আন আসাআলুকা মা লাইছা লী- বিহি ইলমুওইল্লা তাগফিরলী- ওয়া তারহামনি- আকুম মিনাল খছিরীন।
অর্থঃ আমার রব আমার যা জানা নেই এমন কোন দরখাস্ত করা হতে আমি আপনার কাছেই আশ্রয় প্রার্থনা করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব।
রেফারেন্সঃ [সূরা হুদ – ৪৭]
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَذْهَبَ عَنَّا الْحَزَنَ إِنَّ رَبَّنَا لَغَفُوْرٌ شَكُوْرٌ
উচ্চারণঃ আলহামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্না- লহাযানা ইন্না রব্বানা- লাগফুরুন শাকূ-র।
অর্থঃ অর্থঃ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দূঃখ দূর করেছেন। নিশ্চয়ই আমাদের পালনকর্তা ক্ষমাশীল, গুণগ্রাহী।
রেফারেন্সঃ [সূরা ফাতির – ৩৪]
رَبَّنَآ ءَامَنَّا بِمَآ أَنْزَلۡتَ وَاتَّبَعۡنَا الرَّسُولَ فَاكۡتُبۡنَا مَعَ الشَّٰهِدِيْنَ
উচ্চারণঃ রব্বানা- আ-মান্না- বিমা- আনযহালতা অত্তাবা’না- ররসূলা ফাকতুব না- মায়াশশাহিদীন।
অর্থঃ ‘হে আমাদের রব, আপনি যা নাযিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি। অতএব, আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন।’
রেফারেন্সঃ [সুরা আলে ইমরান : আয়াত ৩৫]
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِيْنَ – وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْنَ
উচ্চারণঃ রব্বানা- লা- তাজআলনা- ফিতনাতাল লিল কওমিজ্জলিমী-ন। ও নাজ্জিনা- বিরহমাতিকা মিনাল কওমিল কা-ফী-রী-ন।
অর্থঃ হে আমাদের রব , আমাদের উপর এ জালেম কওমের শক্তি পরীক্ষা করিও না।আর আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে দাও এই কাফেরদের কবল থেকে।
রেফারেন্সঃ [সূরা ইউনুস – ৮৫,৮৬]
পূর্ববর্তী মুসলিম দের জন্য দোআ'
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ وَلَا تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَؤُوْفٌ رَّحِيمٌ
উচ্চারণঃ রব্বানাগ্ ফিরলানা- অলিইখঅনিলিল্লাজি-না ছাবাকূনা- বিল ঈমানি অলা- তাজয়াল ফী- কূলুবিনা- গিল্লাল লিল্লাজিনা আমানূ- রব্বানা- ইন্নাকা রউ-ফুর রহীম।
অর্থঃ হে আমাদের রব, আমাদেরকে এবং ঈমানে আগ্রহী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা করুন এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখেন না। হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু, পরম করুণাময়।
রেফারেন্সঃ [সূরা আল হাশর – ১০]
শয়তানের প্ররোচনা থেকে আশ্রয় প্রার্থনা
رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ - وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ
উচ্চারণঃ রব্বি আউজুবিকা মিন হামাজাতিশ শায়াতী-ন। অ আউজুবিকা রব্বি আই ইয়াহ্দুরূ-ন।
অর্থঃ হে আমার রব আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি ।এবং হে আমার পালনকর্তা! আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি।
রেফারেন্সঃ [সূরা আল মু’মিনূন – ৯৭,৯৮]
জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চাওয়া
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا – إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا
উচ্চারণঃ রব্বানাছরিফ আন্না- আজাবা জাহান্নাম ইন্না আজাবাহা- কা-না গর-মা-।ইন্নাহা- ছা-আত মুস্তাকররওঁ অয়া মুক-মা-।
অর্থঃ হে আমার রব, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দিন। নিশ্চয়ই এর শাস্তি নিশ্চিত বিনাশ ।বসবাস ও অবস্থানস্থল হিসেবে তা কত নিকৃষ্ট জায়গা।
রেফারেন্সঃ [সূরা আল-ফুরকান – ৬৫,৬৬]
নিয়ামতের কৃতজ্ঞতাপ্রকাশের জন্য তাওফিক চাওয়া
رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِينَ
উচ্চারণঃ রব্বি আওজি’নী আন আশকুরা নি’মাতাকাল্লাতি আনামতা আলাইয়া ও আলা অয়ালিদাইয়া অ আন আ’মালা ছলিহান্ তারদ-হু অ আদখিলনি বিরহ মাতিকা ফি ইবাদিকাছ ছলিহী-ন।
অর্থঃ হে আমার রব, আপনি আমাকে সামর্থ দিন যাতে আমি আপনার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা আপনি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছেন এবং যাতে আমি আপনার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে আপনার সৎকর্মপরায়ন বান্দাদের অন্তর্ভুক্ত করুণ।
রেফারেন্সঃ [সূরা নমল – ১৯]
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ
উচ্চারণঃ রব্বি আওজি’নী আন আশকুরা নি’মাতাকাল্লাতি আনামতা আলাইয়া ও আলা অয়ালিদাইয়া অ আন আ’মালা ছলিহান্ তারদ-হু অ আছলিহ লী- ফী- জুররিয়াতি- ইন্নী- তুবতু ইলাইকা অ ইন্নি- মিনাল মুসলিমী-ন।
অর্থঃ হে আমার রব, আমাকে এরূপ ভাগ্য দান করুণ, যাতে আমি আপনার নেয়ামতের শোকর করি, যা আপনি দান করেছেন আমাকে ও আমার পিতা-মাতাকে এবং যাতে আমি আপনার পছন্দনীয় সৎকাজ করি। আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ করুণ, আমি আপনার নিকট তওবা করলাম এবং আমি আজ্ঞাবহদের অন্যতম।
রেফারেন্সঃ [সূরা আল আহক্বাফ ১৫]
অত্যাচারী ও অত্যাচার থেকে পরিত্রানের দোআ'
رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَـذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنْكَ وَلِيًّا وَّاجْعَل لَّنَا مِنْ لَّدُنْكَ نَصِيْرًا
উচ্চারণঃ রব্বানা- আখরিজনা- মিন হাজিহিল করইয়াতিজ-জ-লিমি আহ্লুহা- অজাআললানা- মিললাদুংকা অলিই ইয়াও অজআল লানা- মিল লাদুন্কা নাছির-
অর্থঃ হে আমাদের রব আমাদিগকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করুন, এখানকার অধিবাসীরা যে, অত্যাচারী! আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষালম্বনকারী নির্ধারণ করে দিন এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দিন।
রেফারেন্সঃ [ সূরা আল আ’রাফঃ ৭৫]