দুই যবর / ফাত্হা (), দুই যের / কাছ্রাহ (), দুই পেশকে / দম্মাহ্ () তানউইন বলে।তানউইন এর উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়।
সাকিন ও নূন সাকিন (نْ) এর পরিচয়
সাকিনঃ সাকিন () ওয়ালা হরফ তার ডান দিকের হরফের সাথে মিলিয়ে এক বার পড়তে হয়। যেমনঃ بَنْ+ بِنْ+ بُنْনূন সাকিনঃজজম ওয়ালা নূন কে নূন সাকিন বলে। নূন সাকিন ও তানউইন একই। যেমনঃ