শাদ্দাহ্‌ / তাশদী-দ

image_pdf

তাশদীদ / শাদ্দাহ্‌ এর পরিচয়

শাদ্দাহ্‌  / তাশদীদ   ওয়ায়ালা হরফ দুই বার পড়তে হয়। তার ডান দিকের হরফের সাথে মিলিয়ে একবার এবং তার নিজ হরফের সাথে মিলিয়ে একবার। যেমনঃاَبَّ + شَرَّ

তাশদীদ / শাদ্দাহ্‌ এর প্রয়োগ

اَبُّ

اَبِّ

اَبَّ
আব্বু আব্বি আব্বা

حُتُّ

حُتِّ

حَتَّ
হুত্ত হুত্তি হাত্তা

اَجُّ

اَجِّ

اَجَّ
আজ্জু আজ্জি আজ্জা

رُخُّ

رَخِّ

رَخَّ
রুখ্‌খু রখ্‌খি রখ্‌খা

رَدُّ

رَدِّ

رَدَّ
রদ্দু রদ্দি রদ্দা

شَرُّ

شَرِّ

شَرَّ
শার্‌রু শার্‌রি শার্‌র

دَسُّ

دَسِّ

دَسَّ
দাছ্‌ছু দাছ্‌ছি দাছ্‌ছা

تَشُّ

تَشِّ

تَشَّ
তাশ্‌শু তাশ্‌শি তাশ্‌শা

صَلُّ

صَلِّ

صَلَّ
ছল্লু ছল্লি ছল্লা

عَمُّ

عَمِّ

عَمَّ
আম্মু আম্মি আম্মা