গুন্নাহ্‌

image_pdf

গুন্নাহ্‌ এর পরিচয়

কুরআন মাজিদ সহীহ শুদ্ধভাবে তিলাওয়াতের একটি নিয়ম হল গুন্নাহ্‌।নাক ব্যবহার করে উচ্চারণকে গুন্নাহ্‌ বলে। আরবি হরফ ২৯ টি।এর মাঝে গুন্নাহ্‌র হরফ ২ টি। ن ও م গুন্নাহর হরফ।গুন্নাহ করা ওয়াজিব।গুন্নাহর স্থলে কমপক্ষে এক আলিফ পরিমাণ লম্বা করতে হয়।কুরআন মাজিদ তিলাওয়াতের ক্ষেত্রে গুন্নাহর গুরুত্ব অপরিসীম।আমরা তিলাওয়াতের সময় যথাস্থানে গুন্নাহ করব। নিচে গুন্নাহ্‌ সম্পর্কে সবিস্তারে আলোচনা পেশ করা হল।

ওয়াজিব গুন্নাহ্‌ এর পরিচয়

হরকতের পরে (এক যবর (), এক যের (), এক পেশ () ) মী-মে বা নূ-নে তাশদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্নাহ্‌ বলে।যেমনঃ

اَنَّ-اِنّ-اُنَّ / اَمَّ- اَمِّ-اَمُّ

নূন সাকিন (نْ) গুন্নাহ্‌

তানউইন এর পরিচয়: দুই যবর / ফাত্‌হা (), দুই যের / কাছ্‌রাহ (), দুই পেশকে / দম্মাহ্‌ () তানউইন বলে।তানউইন এর  উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়।

নূন সাকিনঃ  জজম ওয়ালা নূন কে নূন সাকিন বলে।

নূন সাকিন ও তানউইন একই । যেমনঃ

بُنْ بٌ بِنْ بٍ بَنْ
بً
বুন বুন বিন বিন বান বান

(نْ) নূ-ন ছাকিন ও তানউইন এর খুব সহজ নিয়ম

 নূন সাকিন বা তানউইন এর পর এই ৮ টি হরফ ء,ه,ع,ح,غ,خ ل,ر  এর যে কোনো একটি হরফ আসলে  উক্ত নূন সাকিন তানউইনকে  গুন্নাহ্‌  ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। যেমনঃ  – مِنْ خَوْفٍ – مِنْ اَجَل

আর নূন সাকিন বা তানউইন পরে এই ৮ টি হরফ  ء,ه,ع,ح,غ,خ ل,ر  এর যে কোনো একটি হরফ না আসলে  উক্ত নূন সাকিন তানউইনকে  গুন্নাহ্‌   করে পড়তে হয়।যেমনঃ  -مِنْ جُوْعٍ- مِنْ سِجِّيْل

নূন সাকিন (نْ) ও তান্‌উইন এর বিস্তারিত বর্ণনা

নুন সাকিন ও তানবীন এর ৪টি বিধান।

১. ইযহারঃ ইযহার অর্থ স্পষ্ট করে পড়া। ইযহারের হরফ ৬টি   ء,ه,ع,ح,غ,خ । নুন সাকিন ও তানভীন এর পর এই হরফ গুলির যেকোনো একটি  হরফ আসলে উক্ত  নুন সাকিন ও নুন তানভীন কে স্পষ্ট করে পড়তে হয়।যেমনঃ – مِنْ خَوْفٍ – مِنْ اَجَل

২. ইদগামঃ ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম এর হরফ ৬টি   ي,و,ل,م,ن,ر-    

 ইদগাম ২প্রকার

★ইদগামে বাগুন্নাহঃ
ইদগামে বাগুন্নাহ এর হরফ ৪টি ى,و,م,ن। নুন সাকিন ও তানভীন এর পর এই হরফ গুলি আসলে তাশদীদ দিয়ে আসে তখন উক্ত নূ-ন সাকিন ও তানউইন কে  গুন্নাহ করে পড়তে হয়। যেমনঃ  ْمَنْ يَّعْمَل

★ইদগামে বেলা গুন্নাহ্‌ঃ
ইদগামে বেলা গুন্নাহ্‌  হরফ ২টি ل,ر । নুন সাকিন ও তানভীন এর পর এই দুইটি  হরফ এর যে কোন একটি  হরফ আসলে উক্ত নূন সাকিন ও তানউইন কে  গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়তে হয়। যেমনঃ  مِنْ لَّدُنْكَ

৩. ইকলাবঃ ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাব এর হরফ ১টি ب । নুন সাকিন ও তানউইন এর পর ইকলাব এর অক্ষর  ب আসলে উক্ত নুন সাকিন ও তানউইনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নাহ করে পড়তে হয়।

৪. ইখফাঃ ইখফা অর্থ অস্পষ্ট করে পরা। এর অক্ষর ১৫টি ت,ث,ج,د,ذ,ز,س,ش,ص,ض,ط,ظ,ف,ق,ك, । নূন সাকিন বা তানউইন এর পর ইখফার  হরফ এর যে কোনো একটি হরফ আসলে  উক্ত নূন সাকিন তানউইনকে  গুন্নাহ্‌ করে অস্পষ্ট করে পড়তে হয়।

(مْ) মী-ম ছাকিন এর নিয়ম

যযমওয়ালা মী-ম  ( مْ ) কে মী-ম সাকিন বলে। مْ পড়ার ২ টি নিয়ম আছে,
১)  مْ  এর পরে  م  আসলে  তাশদিদ ধরে গুন্নাহ্‌ সহ মিলিয়ে পড়তে হয়। যেমনঃ   إِنَّهُمْ مَّسْئُولُونَ – مَا أَنتُمْ مُّلْقُونَ
২) مْ  এর পরে   ب  আসলে গুন্নাহ্‌ করে পড়তে হয়। تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ – وَمَا هُمْ بِمَا

সকল প্রকার গুন্নাহ্‌র কিছু উদাহরণ

اَالنَّاسْ

عَنِ النَّبَاءِ

عَمَّ
আন্না-ছ আনিন্‌নাবাই আম্মা

مِنْ تَمَرْ

مِنْ ثَمَرَةٍ

مِنْ دُوْنَ
মিং তামার মিং ছামারতিন মিং দূ-না

مِنْ سِجِّيْلِ

مِنْ جُوْعٍ

مِنْ شَرِّ
মিং ছিজ্জি-ল মিং জু-' মিং শার্‌রি

عَنْ صَلَاتِهِمْ

আং ছলাতিহিম আলী-মুম্‌ বিজা-তিছ্‌ ছুদূ-র মিম্‌ বা'দি

مِنْ الرَّحْمَةِ الله

مِنْ اَجَلٍ

مِنْ خَوْفِ
মির রহ্‌মাতিল্লাহ্‌ মিন আযালিন্‌ মিন্‌ খওফি

تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ

مَا أَنتُمْ مُّلْقُونَ

إِنَّهُمْ مَّسْئُولُونَ
তার মী-হিম্‌ বিহিজা-র তিন মা- আন্‌তুম্‌ মুলকূনা ইন্নাহুম্‌ মাছ্‌উ-লূ-না