গুন্নাহ্ এর পরিচয়
ওয়াজিব গুন্নাহ্ এর পরিচয়
হরকতের পরে (এক যবর (), এক যের (), এক পেশ () ) মী-মে বা নূ-নে তাশদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্নাহ্ বলে।যেমনঃ
اَنَّ-اِنّ-اُنَّ / اَمَّ- اَمِّ-اَمُّ
নূন সাকিন (نْ) গুন্নাহ্
তানউইন এর পরিচয়: দুই যবর / ফাত্হা (), দুই যের / কাছ্রাহ (), দুই পেশকে / দম্মাহ্ () তানউইন বলে।তানউইন এর উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়।
নূন সাকিনঃ জজম ওয়ালা নূন কে নূন সাকিন বলে।
নূন সাকিন ও তানউইন একই । যেমনঃ
بُنْ | بٌ | بِنْ | بٍ | بَنْ |
بً |
বুন | বুন | বিন | বিন | বান | বান |
(نْ) নূ-ন ছাকিন ও তানউইন এর খুব সহজ নিয়ম
নূন সাকিন বা তানউইন এর পর এই ৮ টি হরফ ء,ه,ع,ح,غ,خ ل,ر এর যে কোনো একটি হরফ আসলে উক্ত নূন সাকিন তানউইনকে গুন্নাহ্ ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। যেমনঃ – مِنْ خَوْفٍ – مِنْ اَجَل
আর নূন সাকিন বা তানউইন পরে এই ৮ টি হরফ ء,ه,ع,ح,غ,خ ل,ر এর যে কোনো একটি হরফ না আসলে উক্ত নূন সাকিন তানউইনকে গুন্নাহ্ করে পড়তে হয়।যেমনঃ -مِنْ جُوْعٍ- مِنْ سِجِّيْل
নূন সাকিন (نْ) ও তান্উইন এর বিস্তারিত বর্ণনা
নুন সাকিন ও তানবীন এর ৪টি বিধান।
১. ইযহারঃ ইযহার অর্থ স্পষ্ট করে পড়া। ইযহারের হরফ ৬টি ء,ه,ع,ح,غ,خ । নুন সাকিন ও তানভীন এর পর এই হরফ গুলির যেকোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন ও নুন তানভীন কে স্পষ্ট করে পড়তে হয়।যেমনঃ – مِنْ خَوْفٍ – مِنْ اَجَل
২. ইদগামঃ ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম এর হরফ ৬টি ي,و,ل,م,ن,ر-
ইদগাম ২প্রকার
★ইদগামে বাগুন্নাহঃ
ইদগামে বাগুন্নাহ এর হরফ ৪টি ى,و,م,ن। নুন সাকিন ও তানভীন এর পর এই হরফ গুলি আসলে তাশদীদ দিয়ে আসে তখন উক্ত নূ-ন সাকিন ও তানউইন কে গুন্নাহ করে পড়তে হয়। যেমনঃ ْمَنْ يَّعْمَل
★ইদগামে বেলা গুন্নাহ্ঃ
ইদগামে বেলা গুন্নাহ্ হরফ ২টি ل,ر । নুন সাকিন ও তানভীন এর পর এই দুইটি হরফ এর যে কোন একটি হরফ আসলে উক্ত নূন সাকিন ও তানউইন কে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়তে হয়। যেমনঃ مِنْ لَّدُنْكَ
৩. ইকলাবঃ ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাব এর হরফ ১টি ب । নুন সাকিন ও তানউইন এর পর ইকলাব এর অক্ষর ب আসলে উক্ত নুন সাকিন ও তানউইনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নাহ করে পড়তে হয়।
৪. ইখফাঃ ইখফা অর্থ অস্পষ্ট করে পরা। এর অক্ষর ১৫টি ت,ث,ج,د,ذ,ز,س,ش,ص,ض,ط,ظ,ف,ق,ك, । নূন সাকিন বা তানউইন এর পর ইখফার হরফ এর যে কোনো একটি হরফ আসলে উক্ত নূন সাকিন তানউইনকে গুন্নাহ্ করে অস্পষ্ট করে পড়তে হয়।
(مْ) মী-ম ছাকিন এর নিয়ম
যযমওয়ালা মী-ম ( مْ ) কে মী-ম সাকিন বলে। مْ পড়ার ২ টি নিয়ম আছে,
১) مْ এর পরে م আসলে তাশদিদ ধরে গুন্নাহ্ সহ মিলিয়ে পড়তে হয়। যেমনঃ إِنَّهُمْ مَّسْئُولُونَ – مَا أَنتُمْ مُّلْقُونَ
২) مْ এর পরে ب আসলে গুন্নাহ্ করে পড়তে হয়। تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ – وَمَا هُمْ بِمَا
সকল প্রকার গুন্নাহ্র কিছু উদাহরণ
اَالنَّاسْ | عَنِ النَّبَاءِ | عَمَّ |
আন্না-ছ | আনিন্নাবাই | আম্মা |
مِنْ تَمَرْ | مِنْ ثَمَرَةٍ | مِنْ دُوْنَ |
মিং তামার | মিং ছামারতিন | মিং দূ-না |
مِنْ سِجِّيْلِ | مِنْ جُوْعٍ | مِنْ شَرِّ |
মিং ছিজ্জি-ল | মিং জু-' | মিং শার্রি |
عَنْ صَلَاتِهِمْ | ||
আং ছলাতিহিম | আলী-মুম্ বিজা-তিছ্ ছুদূ-র | মিম্ বা'দি |
مِنْ الرَّحْمَةِ الله | مِنْ اَجَلٍ | مِنْ خَوْفِ |
মির রহ্মাতিল্লাহ্ | মিন আযালিন্ | মিন্ খওফি |
تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ | مَا أَنتُمْ مُّلْقُونَ | إِنَّهُمْ مَّسْئُولُونَ |
তার মী-হিম্ বিহিজা-র তিন | মা- আন্তুম্ মুলকূনা | ইন্নাহুম্ মাছ্উ-লূ-না |