শাওয়াল মাসের এর ছয় ছওম

শাওয়াল মাসের এর ছয় ছওম

রমাদানের ছওম এর পর শওয়াল মাসের ৬টি ছওম রাখা মুস্তাহাব। মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘‘যে ব্যক্তি রমাদানের ছওম রাখার পর-পরেই শওয়াল মাসে ছয়টি ছওম পালন করে সে ব্যক্তির পূর্ণ বৎসরের ছওম রাখার সমতুল্য সওয়াব লাভ হয়।’’

(মুসলিম ১১৬৪নং, সুনানে আরবাআহ; আবূ দাঊদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ)

শাওয়াল মাসের ছওম পালন করার নিয়ম

শাওয়াল মাসের ছওম আমরা কিভাবে পালন করবো ।  এই ছয়টি ছওম কি  একসঙ্গে লাগাতার রাখতে হবে, না-কি বিরতী দিয়ে দিয়ে রাখতে হবে?

শাওয়াল মাসের ১ম দিন  ঈদূল ফিতর এর দিন  এবং এই দিনে ছওম পালন করা হারাম।এই দিনটি ব্যতীত শাওয়াল মাসের যেকোন ৬ দিন  সেটা লাগাতার ছয় দিন হউক কিংবা বিরতী দিয়ে ছয় দিন  হউক ছওম পালন করলে  হাদিস অনুযায়ী পূর্ণ বৎসরের ছওম রাখার সমতুল্য সওয়াব লাভ হবে ইংশাআল্লাহ্‌।