রমাদানের ছওম এর পর শওয়াল মাসের ৬টি ছওম রাখা মুস্তাহাব। মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘‘যে ব্যক্তি রমাদানের ছওম রাখার পর-পরেই শওয়াল মাসে ছয়টি ছওম পালন করে সে ব্যক্তির পূর্ণ বৎসরের ছওম রাখার সমতুল্য সওয়াব লাভ হয়।’’ (মুসলিম ১১৬৪নং, সুনানে আরবাআহ; আবূ দাঊদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ)
শাওয়াল মাসের এর ছয় ছওম
শাওয়াল মাসের ছওম পালন করার নিয়ম
শাওয়াল মাসের ছওম আমরা কিভাবে পালন করবো । এই ছয়টি ছওম কি একসঙ্গে লাগাতার রাখতে হবে, না-কি বিরতী দিয়ে দিয়ে রাখতে হবে?
শাওয়াল মাসের ১ম দিন ঈদূল ফিতর এর দিন এবং এই দিনে ছওম পালন করা হারাম।এই দিনটি ব্যতীত শাওয়াল মাসের যেকোন ৬ দিন সেটা লাগাতার ছয় দিন হউক কিংবা বিরতী দিয়ে ছয় দিন হউক ছওম পালন করলে হাদিস অনুযায়ী পূর্ণ বৎসরের ছওম রাখার সমতুল্য সওয়াব লাভ হবে ইংশাআল্লাহ্।