হরকত

হরকতের পরিচয়

এক ফাত্‌হা অথবা যবর (), এক কাছ্‌রাহ্‌ অথবা যের (), এক দম্মাহ্‌ অথবা পেশকে () হরকত বলে।হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়।
চিহ্ন নাম বাংলায় উচ্চারণ উদাহরণ ( বাংলা ) উদাহরণ ( আরবী )
উপরের কোনাকোনি আঁকটির নাম ফাত্‌হা অথবা যবর । আ = এর মত বাবা بَ بَ
নিচের কোনাকোনি আঁকটির নাম কাছ্‌রাহ্‌ অথবা যের । ই = এর মত বিবি بِ بِ
উপরের গোল মাথাটির দম্মাহ্‌ অথবা পেশ । উ = এর মত বুবু بُ بُ
বিঃ দ্রঃ
  • যবর (), হচ্ছে উর্দূ আর এর আরাবি হচ্ছে ফাত্‌হা ।
  • যের (), হচ্ছে উর্দূ আর এর আরাবি হচ্ছে কাছ্‌রাহ্‌।
  • পেশ (), হচ্ছে উর্দূ আর এর আরাবি হচ্ছে দম্মাহ্‌।
image_pdf

প্রতিটি হরফের উপর হরকতের প্রয়োগ

দম্মাহ্‌ /পেশ কাছ্‌রাহ্‌ / যের ফাতহা / যবর

بُ

بِ

بَ
বু বি বা

تُ

تِ

َت
তু তি তা

ثُ

ثِ

ثَ
ছু ছি ছা

جُ

جِ

جَ
জু জি জা

حُ

حِ

حَ
হু হি' হা'

خُ

خِ

خَ
খু খি

دُ

دِ

دَ
দু দি দা

ذُ

ذِ

َذ
জু জি জা

رُ

رِ

رَ
রু রি

زُ

زِ

زَ
ঝু ঝি ঝা

سُ

سِ

سَ
ছু ছি ছা

شُ

شِ

شَ
শু শি শা

صُ

صِ

صَ
ছু ছ্বি ছ্ব

ضُ

ضِ

ضَ
দ্বু দ্বি দ্ব

طُ

طِ

طَ
ত্বু ত্বি ত্ব

ظُ

ظِ

ظَ
জ্বু জ্বি জ্ব

عُ

عِ

عَ
উ' ই' আ'

غُ

غِ

غَ
গ্বু গ্বি গ্ব

فُ

فِ

فَ
ফু ফি ফা

قُ

قِ

قَ
ক্বু ক্বি ক্ব

كُ

كِ

كَ
কু কি কা

لُ

لِ

لَ
লু লি লা

مُ

مِ

مَ
মু মি মা

نُ

نِ

نَ
নু নি না

وُ

وِ

وَ
ওয়ি ওয়া

هُ

هِ

هَ
হু হি হা

ءُ

ءِ

ءَ

ىُ

ىِ

ىَ
ইয়ু ইয়া

يُ

يِ

يَ
ইয়ু ইয়া