আরবিতে অভিবাদন জানানো

শয়তান থেকে আশ্রয় পার্থনাঃ

 

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْم

 

আউজুবিল্লাহি মিনাশ শাইত-নির রজীম।

Translation: I Seek Refuge With (الله) God From The Stoned Shaitan (Satan).

অর্থঃ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই।

কোন কিছু শুরুর পূর্বেঃ

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

বিসমিল্লা-হির রহমা-নির রহীম।

In The Name Of (الله)God, Most Gracious, Most Merciful.

অর্থঃপরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

ধন্যবাদ জানাতেঃ

جَزَاكَ اللهُ خَيْراً‎‎

জাযাকাল্লাহু খইর।

Jazak Allahu Khair

অর্থঃ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন

পুরুষদের ক্ষেত্রেঃ জাজাকাল্লাহু খইর: جَزَاكَ اللهُ خَيْراً‎‎

Masculine: Jazak Allahu Khair : ‎‎جَزَاكَ اللهُ خَيْراً‎‎

মহিলাদের ক্ষেত্রেঃ জাজাকিল্লাহু খইর: جَزَاكِ اللهُ خَيْراً‎‎

Feminine: Jazaki Allahu Khair : جَزَاكِ اللهُ خَيْراً‎‎

বহুবচনের ক্ষেত্রেঃজাজাকুমুল্লাহু খইর: جَزَاكُمُ اللهُ خَيْراً‎‎

Plural: Jazakum Allahu Khair: جَزَاكُمُ اللهُ خَيْراً

সালাম বিনিময়ঃ

اَلسَّلَامُ عَلَيْكُمْ

আস-সালামু আলাইকুম।

Assalamu ‘Alaikum :

অর্থঃ আপনার উপর শান্তি বর্ষিত হোক

Translation: Peace be upon you

অথবাঃ

ُاَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা-তুহ।

Assalamu ‘alaikum wa rahmatullahi wa barakatuh .

Translation: May the peace, mercy, and blessings of Allah be upon you.

অর্থঃ আপনার উপর আল্লাহ্‌র রহমত ,বরকত ও শান্তি বর্ষিত হোক।

সালামের উত্তরঃ

ْوَعَلَيْكُمُ السَّلَام

ওয়া আলাইকুমুস সালাম

Wa’alaikum Assalam

Translation: peace be upon you

অর্থঃ আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক।

অথবাঃ

ْوَعَلَيْكُمُ السَّلَامْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’।

Wa’alaikum assalam wa rahmatullahi wa barakatuh .

অর্থঃ আপনার প্রতিও আল্লাহর রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক।

And peace and mercy and blessings of Allah be upon you.

সালামের পরে শুভেচ্ছা জানাতেঃ

ُحَيَّاكَ الله

হায়াকাল্লাহ

Hiyyaka Allah

অর্থঃ আল্লাহ তায়ালা আপনাকে দীঘ্রজীবি করুক।

Translation: May Allah greet you (lit. May Allah preserve your life)

ধন্যবাদের উত্তরেঃ

بَارَكَ اللهُ فِيْك

বা-রাকাল্লাহু ফি-ক

Baraka Allah feek.

আল্লাহ আপনাকে বারাকাত দান করুন।

ْبَارَكَ اللهُ فِيْكُم

বা-রাকাল্লাহু ফি-কুম।

Barak Allahu Feekum.

আল্লাহ আপনাদেরকে বারাকাত দান করুন।

Translation: May Allah bless you.

কাউকে বিদায় জানাতেঃ

فِيْ اَمَانِ الله

ফি আমা- নিল্লাহ।

Fi Amanillah

অর্থঃ আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন।

Translation: May ALLAH Protect You.

আশ্চর্য কিছু শুনলে বা দেখলেঃ

سُبْحَانَ الله

সুবহা-নাল্লাহ

Subhanallah.

অর্থঃ আল্লাহ মহা পবিত্র।

for praising something

Translation: Glory be to Allah

اَللهُ سُبْحَانَ وَ تَعَالىٰ

আল্লাহ সুবহান ওয়া তায়ালা।

ALLAH Shubhan Wa Tala.

অর্থঃ আল্লাহ পবিত্র এবং পরাক্রমশালী।

Note: The abbreviation after Allah (SWT) means “Subhana Wa Tala”: ALLAH The Sacred and The Mighty

ভবিষ্যৎ কাজের দোয়াঃ

اِنْ شَاءَ اللهُ ﺗَﻌَﺎﻟﯽٰ

ইংশা- আল্লাহু তায়ালা।

Insha Allah Tala.

অর্থঃ আল্লাহ তায়ালা যদি চান।

Translation: If Allah wills/Through Allah’s will.

গুনাহ থেকে তাওবার দোয়াঃ

َاَسْتَغْفِرُ الله

আস্ তাগফিরুল্লাহ

অর্থঃ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।

I beg Allah for forgiveness.

Repenting for sins before Allah.

ভাল কিছু শুনলে বা দেখলেঃ

مَاشَاءَ الله

মা-শা আল্লাহ।

Masha Allah.

অর্থঃ আল্লাহ যা করেন ভালর জন্যই করেন।

Translation: As Allah has willed/Praise be to Allah

for expressing appreciation of something good.

সুসংবাদ শুনলেঃ

اَلْحَمْدُ ِلله

আলহামদু লিল্লাহ।

Alhamdulillah.

অর্থঃ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য ।

Translation: Thanks be to Allah.

দোয়ার শেষে বলতে হয়ঃ

اَمِيْن

আমীন।

Ameen

অর্থঃ হে আল্লাহ কবুল কর।

Translation: May it be so.

কাউকে খুশি রাখার দোয়াঃ

َاَضْحَكَ اللهُ سِنِّك

আদহাকাল্ললাহু ছিন্নাকা।

Azhak Allah sinnaka .

অর্থঃ আল্লাহ আপনাকে প্রফুল্ল রাখুক।

May Allah keep you cheerful.