★ ১২তম ছওম এর তারাবীহ ★
আজ বুধবার এশার ছলাতের পর ১২তম ছওম এর তারাবীহ ছলাতে পবিত্র কোরআন থেকে ১৫তম পারা তেলাওয়াত করা হবে। ১৫তম পারা (সুরা বনি-ইসরাঈলের ১নং আয়াত থেকে সুরা কা’হফের ৭৪নং আয়াত পর্যন্ত) থেকে সংক্ষেপে কিছু অংশ তুলে ধরা হলো:- ১। এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শন করে এবং সৎকর্ম পরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্যে রয়েছে মহা [...]