১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ


শনিবার,১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

আল্লাহর গূনবাচক নাম সমূহ


আজকের দোয়া / মাসআলা

رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ. رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدْتَّنَا عَلٰي رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيٰمَةِ ۭاِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ

Rabbanaa Faghfir Lanaa junoobanaa Wa Kaffir A’nnaaa Sayyi- Aatinaa Wa Tawaffanaa Ma-A’l Abraaar. Rabbanaa Wa Aatinaa Maa Wa-A’ttanaa A’laa Rusulika Wa Laa Tukhzinaa Yawmal Qiyaamati Innak Laa Tukhliful Mee’a’ad.

“হে আমাদের রব অতঃপর আমাদের সকল গোনাহ মাফ কর এবং আমাদের সকল দোষত্রুটি দুর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে।হে আমাদের রব! আমাদেরকে দাও, যা তুমি ওয়াদা করেছ তোমার রসূলগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন আমাদিগকে তুমি অপমানিত করো না। নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ করো না [৩ঃ১৯৩-১৯৪]”

আরবী মাসের নাম

ক্রমিক নং মাসের নাম (আরবী)
মাসের নাম (বাংলা)
১ مُحَرَّمْ মুহার্‌রম
২ صَفَرْ ছফর
৩ رَبِيْعُ الْاَوَّالْ রবিউল আওওয়াল
৪ رَبِيْعُ الثّا نِيْ রবিউস সানী
৫ جَمَادِيُ الْاٌوْلَى জমাদিউল উলা
৬ جَمَادِيُ الثَّانِيْ জমাদিউস সানী
৭ رَجَبْ রজব
৮ شَعْبَانْ শা’বান
৯ رَمَضَانْ রমাদ-ন
১০ شَوَّالْ শাও ওয়াল
১১ ذُوْالْقَعْدَةْ জুল ক’দাহ্‌
১২ ذُْالْحَجِّ জুল হাজ্জ
বিস্তারিত দেখুন

ইসলামের স্তম্ভ

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাঁচটি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি স্থাপিত।এ সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রসূল, ছলাত ক্বায়িম করা, যাকাত আদায় করা, হাজ্জ পালন করা এবং রমাযান মাসের সিয়াম পালন করা। (বুখারী,মুসলিম)
শাহাদাহ্‌
ছলাত
ছওম
যাকাত
হাজ্জ
Quote From

Prophet

The Prophet Muhammad (s) Said: "It is better for any of you to carry a load of firewood on his own back than to beg from someone else"

Riyadh-Us-Saleheen,, Chapter 59, hadith 540